Ads

আসছে ফুলভিউ ডিসপ্লে সহ ভিভো ভি৯

MD. ALAL HOSSAIN
ভিভো ভি৯

ভিভো ভি৯

ভিভো ভি৭ সাফল্যের পর এ বছর ভি সিরিজ এর নতুন স্মার্টফোন আনছে। যার নাম ভিভো ভি৯। এতে ফুলভিউ ডিসপ্লে রয়েছে যা দেখতে আইফোন এক্স এর মত। এটি সুস্পষ্ট নয় যে ফোনটি এইচডি প্লাস  ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কি না।

এই স্মার্টফোনটি ভারতে ২৭-শে মার্চ উন্মুক্ত করা হবে। ভিভো একটি প্রচারের মাধ্যমে এটি নিশ্চিত করেছে। ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পেছনে দুইটি ক্যামেরা রয়েছে।

তবে ফোনটিতে কত জিবি র‌্যাম এবং ইন্টারনাল স্টোরেজ রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ধারনা করা হচ্ছে এর দাম আরএস ২৫,৯৯০, যা ভিভো ভি৭ এবং ভি৭ প্লাস এর চাইতেও বেশি। যখন ভিভো ভি৭ এবং ভি৭ প্লাস বাজারে ছারা হয় তখন এর মূল্য ছিল আরএস ১৮,৯৯০ এবং আরএস ২১,৯৯০।

আসন্ন সপ্তাহগুলিতে এ স্মার্টফোন সম্পর্কে আমারা আরও বিস্তারিত জানতে পারবো। ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়ায় ফোনটি উন্মোচন করা হতে পারে।

Related

xiaomi foldable phone
oppo a7
oppo find x
apple iphone xs