Ads

এল ওয়ালটন প্রিমো RH3

Marofa Akter

দেশের বাজারে প্রিমো RH3 নামের নতুন স্মার্টফোন এনেছে ওয়ালটন মোবাইল। পাঁচ ইঞ্চি মাপের এইচডি ওন সেল আইপিএস ডিসপ্লের সাথে 2.5ডি বাঁকা কাচ রয়েছে। এক সাথে পাঁচটি আঙ্গুল দ্বারা ডিসপ্লেতে স্পর্শ করা যাবে।

গ্রাহক চাহিদার উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশে আনা হয়েছে যা ব্যবহারকারী সাশ্রয়ী দামে স্মার্টফোনটি ক্রয় করতে পারবে। ফোনটিতে রয়েছে ২ জিবি র্যা ম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড 7.1 (নওগ্যাট) অপারেটিং সিস্টেম, ফোনটির সামনে বিএসআই 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং পেছনে বিএসআই 8 মেগাপিক্সেল ক্যামেরা সহ LED ফ্ল্যাশ রয়েছে। সামনে ও পেছনের দুই ক্যামেরাতে এইচডি ভিডিও রেকড করা যাবে। এটি মিডিয়াটেক চিপসেট দ্বারা পরিচালিত হয়, যার সাথে কোয়াড কোর 1.25 GHz প্রসেসার যুক্ত।

এতে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর ব্যাটারি ২৬00 মিলি–অ্যাম্পিয়ারের। এটি 3জি ও 4জি নেটওয়ার্ক সমর্থন করে। ফোনটি শুধু কালো রং পাওয়া যাবে। ফোনটির দাম ধরা হয়েছে 9 হাজার 690 টাকা। ফোনটি ওয়ালটন এর শোরুম এ পাওয়া যাবে।

Related

xiaomi foldable phone
oppo a7
oppo find x
apple iphone xs