Ads

ওয়ালটন প্রিমো এইচ সিরিজের নতুন স্মার্টফোন

MD. ALAL HOSSAIN
Walton Primo H7

Walton Primo H7

দেশের বাজারে প্রিমো এইচ৭ নামের নতুন স্মার্টফোন এনেছে ওয়ালটন মোবাইল। সারে পাঁচ ইঞ্চি মাপের এইচডি ফুল ভিউ আইপিএস ডিসপ্লের সাথে ২.৫ডি বাকানো কাচ রয়েছে। হ্যান্ডসেটটির বডি রেশিও ১৮:৯  এবং ৯ এম এম স্লিম। ফোনটির ব্যাটারি সহ ওজন ১৫৫ গ্রাম।

দীর্ঘ সময় ব্যবহার করার জন্য ফোনটিতে ২৮৫০ মিলি–অ্যাম্পিয়ারের ব্যাটারি রাকা হয়েছে। ফোনটির পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে যার মাধ্যমে ফুল এইচডি ভিডিও রেকড করা যাবে এবং ফোনটির সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অন্ধকারে সেলফি তোলার জন্য সামনে এলইডি লাইট দেওয়া হয়েছে।

এটি মিডিয়াটেক চিপসেট দ্বারা পরিচালিত এ স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ফোনটিতে ম্যালি ৪০০ গ্রাফিকস ব্যবহার করা হয়েছে।

এতে অ্যান্ড্রয়েড ৭.০ (নুগাট) অপারেটিং সিস্টেম, ১ গিগাবাইট র‌্যাম সাথে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমরী সুবিধা রয়েছে।

Walton Primo H7

Related

xiaomi foldable phone
oppo a7
oppo find x
apple iphone xs